Corporate Office:
3/3/15, Fatima Manjil, Road-04, Chandmiya Housing, Mohammadpur, Dhaka-1207.
Contact:
E-mail: projonmoplus@gmail.com
Mobile: +8801765340310 (WhatsApp)
সর্বশেষ হালনাগাদ: June 20, 2025
ProjonmoPlus Limited এ আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও গ্রাহক সন্তুষ্টির উপর বিশ্বাস রাখি। তবে যেকোনো সেবা বা পণ্য ক্রয়ের আগে আমাদের রিফান্ড ও রিটার্ন নীতিমালা ভালোভাবে জেনে নেওয়া অনুরোধ করছি।
আমাদের প্রতিটি প্রজেক্টের প্রকারভেদ অনুযায়ী ভিন্ন ভিন্ন রিফান্ড নীতিমালা প্রযোজ্য হতে পারে।
Land Share প্রকল্পে বিনিয়োগ/বুকিং করার পর রিফান্ড চাওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা প্রযোজ্য (যেমন: ৭ কার্যদিবসের মধ্যে আবেদন করতে হবে)
রিফান্ডের ক্ষেত্রে সর্বোচ্চ ১০% টাকা কেটে বাকি অংশ ফেরত দেওয়া হবে (প্রসেসিং ফি, কনসালটেন্সি ও কাগজপত্রের খরচ বাবদ)
কিস্তির মাধ্যমে নেওয়া বুকিং–এ সর্বোচ্চ ১৫% টাকা কেটে বাকি অংশ ফেরত দেওয়া হবে
প্লট অ্যালটমেন্ট হয়ে গেলে রিফান্ড আবেদন গ্রহণযোগ্য নয়
Agro Investment প্যাকেজে বিনিয়োগ করার পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিফান্ড আবেদন করা যাবে (যেমন ৫-৭ দিনের মধ্যে)
সকল রিফান্ডে ১০% টাকা কর্তন প্রযোজ্য থাকবে
চাষ/খামার কার্যক্রম একবার শুরু হলে রিফান্ড প্রক্রিয়া বন্ধ থাকবে
কিছু বিশেষ প্যাকেজে আলাদা রিফান্ড শর্তাবলী থাকতে পারে—যা অফারের সময় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়
প্রোডাক্ট (যেমন ফিজিকাল পণ্য) রিটার্ন করতে চাইলে ডেলিভারির ৩ দিনের মধ্যে যোগাযোগ করতে হবে
পণ্য অক্ষত, খোলা না থাকা, ও প্রমাণসহ ফেরত দিতে হবে
কাস্টমাইজড বা প্রি-অর্ডার পণ্যের ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়
যদি প্রোডাক্ট ত্রুটিপূর্ণ হয়, তাহলে রিপ্লেসমেন্ট অথবা রিফান্ড অফার করা হবে
ডেলিভারি চার্জ এবং ১০% কর্তন (যদি রিফান্ড হয়) প্রযোজ্য
রিফান্ডের আবেদন প্রাপ্তির ১৫–২০ কার্যদিবসের মধ্যে আমাদের টিম তা পর্যালোচনা করবে
রিফান্ড শুধুমাত্র সেই মাধ্যমেই করা হবে, যেখান থেকে পেমেন্ট করা হয়েছিল (যেমনঃ bKash)
আমরা manual verification করে রিফান্ড করি, তাই দ্রুত যোগাযোগ করলে সমাধান দ্রুত হয়
আমরা গ্রাহকের অর্থ ফেরতের পূর্বে সকল তথ্য যাচাই করে নিই, যাতে প্রতারণা বা দ্বৈত লেনদেন রোধ করা যায়
আমাদের যেকোনো প্রকল্প বা পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট নির্দিষ্ট রিফান্ড নীতিমালা প্রযোজ্য হতে পারে
বিশেষ অফার বা প্রমোশনাল পণ্যগুলোর ক্ষেত্রে “No Refund” বা “Exchange Only” নীতিও থাকতে পারে
রিফান্ড বা রিটার্ন সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন:
📧 Email: business@projonmoplus.com
📱 WhatsApp: +8801765340310
🌐 Contact Page: https://projonmoplus.com/contact/